বাংলাদেশ সীড এসোসিয়েশন (বিএসএ) ও ইউএসএআইডি ফিড দ্যা ফিউচার বাংলাদেশ পলিসি লিংক এগ্রিকালচারাল পলিসি এক্টিভিটি’র যৌথ উদ্যোগে জাতীয় বীজ নীতির সংবেদনশীলতা বিষয়ক টিওটি কর্মশালা।
বাংলাদেশ সীড এসোসিয়েশন এবং ইউএসএআইডি ফিড দ্য ফিউচার পলিসি লিংকের যৌথ উদ্যোগে ২০টি জেলায় অনুষ্ঠিতব্য কর্মশালার জন্য গত ০৮ মে ২০২৪ তারিখে হোটেল বেঙ্গল ব্লুবেরি, গুলশান-২, ঢাকায় বীজ নীতির সংবেদনশীলতা বিষয়ক “টিওটি” কর্মশালা অনুষ্ঠিত হয়। কৃষি খাতের ঊর্ধ্বতন পর্যায়ের কর্মকর্তারা-এমওএ, ডিএই, এসসিএ, বিএডিসি এবং বেসরকারি খাতের বীজ কোম্পানীর কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসএ-এর সভাপতি জনাব এম আনিস উদ্ দৌলা। স্বাগত বক্তব্য রাখেন বিএসএ-এর কার্যনির্বাহী কমিটির সদস্য ড. মোঃ আলী আফজাল; প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএডিসি’র চেয়ারম্যান জনাব আব্দুল্লাহ সাজ্জাদ এনডিসি। তাছাড়াও জনাব আবু জুবাইর হোসেন বাবলু, মহাপরিচালক, বীজ অনুবিভাগ, এমওএ; মোঃ তাজুল ইসলাম পাটোয়ারী, পরিচালক, সরেজমিন উইং, ডিএই; কৃষিবিদ আহমেদ শাফী, পরিচালক, এসসিএ এবং জনাব ফাহিম খান, কান্ট্রি লিড, পলিসি লিংক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। কারিগরি সেশনে পাঁচটি প্রাসঙ্গিক কাগজপত্র, ১) মানসম্পন্ন বীজ উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ ও বাজারজাতকরণ ২) বীজের গুণগতমান নিয়ন্ত্রণে বীজ প্রত্যয়ন ও বাজার মনিটরিং কার্যক্রম ৩) বাংলাদেশের বীজ সিস্টেম ও মানসম্পন্ন বীজ সরবরাহে সরকারি-বেসরকারি বীজ শিল্পের ভূমিকা এবং ৪) বীজ নীতি, ১৯৯৩; বীজ আইন, ২০১৮ ও বীজ বিধিমালা, ২০২০ উপস্থাপন করা হয়। আগামীতে ২০টি জেলায় অনুষ্ঠিতব্য কর্মশালার রূপরেখা উপস্থাপন করেন কৃষিবিদ আহমেদ আলী চৌধুরী ইকবাল, পরিচালক (প্রশিক্ষণ) বিএসএ। কারিগরি সেশনে সভাপতিত্ব করেন ড. আব্দুর রাজ্জাক, নির্বাহী পরিচালক, বিএসএ এবং সমাপনি বক্তব্য উপস্থাপন করেন জনাব আনোয়ার ফারুক, উপদেষ্টা, বিএসএ।
MoU Signing between BSA-APSA & BAU
ফেব্রুয়ারি ৭, ২০২৪ তারিখে বাংলাদেশ সীড এসোসিয়েশন (BSA)- এশিয়া এন্ড প্যাসিফিক সীড এ্যলাইন্স লিঃ (APSA) এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (BAU) এর মধ্যে ইউনিভার্সিটি কানেক্ট প্রোগ্রামের আওতায় একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। উক্ত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানটি অনলাইন জুম এর মাধ্যমে অনুষ্ঠিত হয়। সমঝোতা স্মারকের আওতায় উচ্চশিক্ষার মাধ্যমে মানব সম্পদ উন্নয়ন, ইন্টার্নশিপ, বীজ বিষয়ক উচ্চ শিক্ষার জন্য বৃত্তি প্রদান, যৌথ অংশীদারিত্বের মাধ্যমে উচ্চ শিক্ষা ও বীজ শিল্পের মধ্যে ঘণিষ্ট সম্পর্ক স্থাপন, কনসালটেন্সি সেবা প্রদানের মাধ্যমে শিক্ষা গবেষণা ও প্রশিক্ষনের মাধ্যমে শক্তিশালী করা, ওয়ার্কশপ সেমিনারের আয়োজন করা ও তথ্য আদান-প্রদান ইত্যাদি উল্লেখ যোগ্য। এই সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে এ সব কার্যক্রমের মাধ্যমে বিজ্ঞান ভিত্তিক বীজ শিল্প গড়ে তোলা সম্ভব। উক্ত সমঝোতা স্মারক অনুষ্ঠানে বিএসএ-এর সভাপতি বলেন যে, আমরা জাতীয়, আঞ্চলিক এবং বৈশ্বিক #foodsecurity চ্যালেঞ্জ চাপের মুখে আঞ্চলিক বীজ নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের সকল অংশীদারদের সাথে একসাথে কাজ করার জন্য উন্মুখ।.
নেপাল সংসদ সদস্য এবং বিএসএ-এর কর্মকর্তাগণের সাথে একটি মতবিনিময় সভা
অক্টোবর ৪, ২০২৩ তারিখে বিএসএ এবং নেপাল এর ৯ জন সম্মানিত সংসদ সদস্য এবং বিএসএ-এর কর্মকর্তাগণের সাথে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশের কৃষি গবেষণা ও উন্নয়ন, বিশেষ করে ধান উৎপাদনে বাংলাদেশের সাফল্য সম্পর্কে জানার উদ্দেশ্যে এ ভ্রমণ করেন। সভায় বিএসএ পরিচিতি এবং বাংলাদেশের বীজ শিল্পের উন্নয়ন বিষয়ে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন বিএসএ-এর নির্বাহী পরিচালক ড. মো: আবদুর রাজ্জাক। সংসদ সদস্যবৃন্দ বাংলাদেশের ধান উৎপাদনে কিভাবে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে তা জানতে চান। আলোচনা কালে বিএসএ-এর সদস্যবৃন্দ অবহিত করেন যে, ধান গবেষণায় গুরুত্ব এবং ধান বীজ উৎপাদন ও কৃষক পর্যায়ে তা বিপণন ও বিতরণের মাধ্যমে সাফস্য অর্জন করা সম্ভব হয়েছে। সরকারের উদার কৃষি নীতি, বীজ আইন, বীজ বিধিমালা, কৃষি যান্ত্রিকীকরণ, সরকারি-বেসরকারি অংশীদারিত্ব, কৃষি গবেষণা ও উন্নয়নে বেসরকারি খাতের বিনিয়োগ ইত্যাদি সহায়ক হয়েছে। বেসরকারি খাতে গবেষণা ও উন্নয়নে ব্যাপক বিনিয়োগ করার ফলে বীজের ঘাটতি মিটানো সম্ভব হয়েছে। সদস্যবৃন্দ আরও অবহিত করেন যে, হাইব্রিড ধান বীজের চাহিদা পূর্বে শুধুমাত্র আমদানির মাধ্যমে মিটানো হত, যা এখন বেসরকারি পর্যায়ে বাংলাদেশে উৎপাদন করা হচ্ছে। তাছাড়া বেসরকারি বীজ ডিলারগণ প্রজনন বীজ নার্সভূক্ত প্রতিষ্ঠানসমূহের নিকট থেকে সংগ্রহ করে স্বঘোষিত ও প্রত্যয়িত ধান বীজ উৎপাদন ও বাজারজাত করে থাকে। উক্ত মতবিনিময় সভায় বিএসএ-এর নির্বাহী কমিটির সদস্যবৃন্দ, বিএসএ সেক্রেটারিয়েট অফিসের কর্মকর্তাবৃন্দসহ সদস্যগণ উপস্থিত ছিলেন। সভাটি পরিচালনা করেন বিএসএ-এর সাধারণ সম্পাদক, এ. এইচ. এম. হুমায়ুন কবীর।
MoU Signing between BSA-APSA & SAU
সেপ্টেম্ব ২১, ২০২৩ তারিখে বাংলাদেশ সীড এসোসিয়েশন (BSA)- এশিয়া এন্ড প্যাসিফিক সীড এ্যলাইন্স (APSA) এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (SAU) এর মধ্যে ইউনিভার্সিটি কানেক্ট প্রোগ্রামের আওতায় একটি সমঝোতা স্মাক্ষার স্বাক্ষরিত হয়েছে। উক্ত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানটি গত ২১ সেপ্টেম্ব ২০২৩ তারিখে অনলাইন জুম এর মাধ্যমে অনুষ্ঠিত হয়। সমঝোতা স্মারকের আওতায় উচ্চশিক্ষার মাধ্যমে মানব সম্পদ উন্নয়ন, ইন্টার্নশিপ, বীজ বিষয়ক উচ্চ শিক্ষার জন্য বৃত্তি প্রদান, যৌথ অংশীদারিত্বের মাধ্যমে উচ্চ শিক্ষা ও বীজ শিল্পের মধ্যে ঘণিষ্ট সম্পর্ক স্থাপন, কনসালটেন্সি সেবা প্রদানের মাধ্যমে শিক্ষা গবেষণা ও প্রশিক্ষনের মাধ্যমে শক্তিশালী করা, ওয়ার্কশপ সেমিনারের আয়োজন করা ও তথ্য আদান-প্রদান ইত্যাদি উল্লেখ যোগ্য। এ সব কার্যক্রমের মাধ্যমে বিজ্ঞান ভিত্তিক বীজ শিল্প গড়ে তোলা সম্ভব। বিএসএ-এর সভাপতি বক্তব্যে বলেন বাংলাদেশ সীড এসোসিয়েশন এই সমঝোতা স্মারকের অংশ হতে পেরে গর্বিত, এবং এটি বীজ শিল্পের সুষম উন্নয়ন আনবে এবং আমাদের পরিবর্তনকারী বীজ ডিলার, ব্যবসায়ী এবং কৃষি-উদ্যোক্তাদের সাথে কৃষকদের ভাল মানের বীজ সরবরাহ করবে।
গত ১০-১২ অক্টোবর ২০২৩ তারিখে Basic Course on Seed Quality Assurance শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
International Seed Testing Association এর ৩ জন Trainer 1. Mr. Joel Lechappe 2. Mr. Craig Robert McGill 3. Dr.Florina Palada এর পরিচালনায় বাংলাদেশ সীড এসোসিয়েশন এর উদ্যোগে বাংলাদেশে এই প্রথম ISTA Basic Course on Seed Quality Assurance শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের সমাপনী ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে বাংলাদেশ সীড এসোসিয়েশন এর সভাপতি জনাব এম আনিস উদ্ দৌলার সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, সদস্য পরিচালক(বীজ ও উদ্যান), বিএডিসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ আলী আফজাল, সিনিয়র সহসভাপতি, বিএসএ। বক্তব্য রাখেন ড. মোঃ আবদুর রাজ্জাক, নির্বাহী পরিচালক, বিএসএ। প্রশিক্ষণার্থীর পক্ষে বক্তব্য রাখেন Dr. Remi Chakma, SSO, BARI ও Md. Mizanur Rahman, Business Operation Officer, ACI Seed Ltd. সরকারি প্রতিষ্ঠান DAE, SCA, BADC, BARI, BRRI, BINA, BJRI, SAU ও ACI Seed, Supreme Seed, Krishibid Seed, Lal Teer Seed, Bayer Crop, Syngenta সহ বেসরকারি এবং বহুজাতিক কোম্পানির মোট ৩০ জন প্রতিনিধি প্রশিক্ষনে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীর মধ্যে সার্টিফিকেট প্রদান করা হয়। অনুষ্ঠান পরিচালনা ও কোর্স কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালনে করেন বিএসএ ডাইরেক্টর (ট্রেনিং) আহমেদ আলী চৌধুরী ইকবাল এবং কোর্স এডভাইজার হিসেবে ছিলেন বিএসএ নির্বাহী পরিচালক ড. মোঃ আবদুর রাজ্জাক।
গত জুলাই ২৪-২৭, ২০২৩ ন্যাশনাল সীড এসোসিয়েশন অব ইন্ডিয়া (NSAI) এর প্রতিনিধি দলের বাংলাদেশ সফর, আলোচনা সভা এবং বিএসএ’র সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর
বাংলাদেশ সীড এসোসিয়েশনের আমন্ত্রণে ন্যাশনাল সীড এসোসিয়েশন অব ইন্ডিয়ার (NSAI) ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল এসোসিয়েশনের গভর্নিং কাউন্সিল সদস্য শ্রী চুন্দুরী রামবাবুর নেতৃত্বে গত জুলাই ২৪-২৭, ২০২৩ খ্রিঃ বাংলাদেশ সফর করেন। এ সময় তাঁরা বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বিএডিসি এবং বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এর উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করে দুই দেশের বীজ শিল্প উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় করেন। বিএসএ’র সদস্যভুক্ত বেসরকারি বীজ প্রতিষ্ঠান সমূহের সাথে যৌথ সভা/সাক্ষাৎ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের গবেষণা খামার, পরীক্ষাগার, বীজ প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণাগার পরিদর্শন করেন। এই সফরে ভারত এবং বাংলাদেশের মধ্যে বীজ ব্যবসা, গবেষণা-উন্নয়ণ ও প্রযুক্তি বিনিময় ইত্যাদি বিষয়ে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, বিদ্যমান সমস্যা সমূহ চিহ্নিতকরণ ও নিরসনের লক্ষ্যে দুই দেশের এসোসিয়েশনদ্বয়ের মধ্যে একটি সমঝোতা স্মরক স্বাক্ষরিত হয়। সমঝোতা স্মরক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসএ’র সিনয়র সহ-সভাপতি ড. মোঃ আলী আফজাল, সাধারণ সম্পাদক জনাব এ.এইচ.এম. হুমায়ুন কবীর, সহ-সভাপতি জনাব মোঃ আবুল খায়ের মুন্সী ও বিএসএ’র উপদেষ্টা, সাবেক কৃষি সচিব জনাব আনোয়ার ফারুক-সহ বিএসএ’র কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। উক্ত সমঝোতা স্মরকে স্বাক্ষর করেন বাংলাদেশ সীড এসোসিয়েশন (বিএসএ) এর পক্ষে সাধারণ সম্পাদক জনাব এ.এইচ.এম. হুমায়ুন কবীর এবং ন্যাশনাল সীড এসোসিয়েশন অফ ইন্ডিয়া (NSAI) এর পক্ষে এসোসিয়েশনের গভর্নিং কাউন্সিল সদস্য শ্রী চুন্দুরী রামবাবু।
গত ১১-১৩ ফেব্রুয়ারী ২০২৩ তারিখে অনুষ্ঠিত হয় বাংলাদেশ সীড কংগেস ২০২৩
গত ১১-১৩ ফেব্রুয়ারী ২০২৩ তারিখে অনুষ্ঠিত হয় বাংলাদেশ সীড কংগেস ২০২৩। উক্ত কংগ্রেস কৃষি মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজন করে বাংলাদেশ সীড এসোসিয়েশন। তিন দিন ব্যাপি এই কংগ্রেস বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, আগারগাঁও, ঢাকায় অনুষ্ঠিত হয়। দেশ-বিদেশের খ্যাতনামা বীজ কোম্পানী, গবেষণা প্রতিষ্ঠান, বিভিন্ন দেশের সীড এসোসিয়েশন, আন্তর্জাতিক উন্নয়ণ সংস্থা, কৃষি বিশ্ববিদ্যালয়, কৃষি মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রাণালয়সহ ৬০ টি স্টল ও ১৩ প্যাভিলিয়ন এর সমন্বয়ে দেশ-বিদেশের ১০০০ (এক হাজার) ডেলিগেটদের নিয়ে এই সীড কংগ্রেস অনুষ্ঠিত হয়। উক্ত সীড কংগ্রেস ২০২৩ এর উদ্বোধন করেন মাননীয় মন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক এমপি, কৃষি মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার; সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননিয় প্রতিমন্ত্রি ড. শামসুল আলম, পরিকল্পনা মন্ত্রণালয়।
গত ৯ ফেব্রয়ারী ২০২৩ তারিখ সকাল ১১ টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ সীড কংগ্রেস ২০২৩ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
গত ৯ ফেব্রয়ারী ২০২৩ তারিখ সকাল ১১ টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ সীড কংগ্রেস ২০২৩ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সংবাদ সম্মেলনে প্রেস ব্রিফিং প্রদান করেন জনাব আনোয়ার ফারুক, কংগ্রেসের প্রধান সমন্বয়ক ও সাবেক সচিব, কৃষি মন্ত্রণালয়। সংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ড. মোঃ আলী আফজাল, সিনিয়র সহ-সভাপতি, বাংলাদেশ সীড এসোসিয়েশন এবং এ. এইচ. এম হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক, বাংলাদেশ সীড এসোসিয়েশন। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন: মোঃ আজিজুল হক, প্রচার সম্পাদক, বাংলাদেশ সীড এসোসিয়েশন; মোঃ আনোয়ার হোসেন, কার্যনির্বাহী সদস্য, বাংলাদেশ সীড এসোসিয়েশন ফৌজিয়া ইয়াসমিন, কার্যনির্বাহী সদস্য, বাংলাদেশ সীড এসোসিয়েশন; ফখরুল ইসলাম, নির্বাহী পরিচালক, বাংলাদেশ সীড এসোসিয়েশন; কৃষিবিদ আহমেদ আলী চৌধুরী ইকবাল, পরিচালক (প্রশিক্ষণ), বাংলাদেশ সীড এসোসিয়েশন; ড. এস বি নাসিম, ব্যবস্থাপনা পরিচালক, উইনঅলহাই টেক সীড কোম্পানী লিঃ। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করে বিএসএর সভাপতি ও কংগ্রেসের জাতীয় কমিটির প্রধান জনাব এম আনিস উদ্ দৌলা।
গত ০৪/০১/২০২৩ ইং উদ্ভিদ সংগনিরোধ উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর কর্মকর্তাদের সাথে বিএসএ'র প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়
গত ০৪/০১/২০২৩ ইং উদ্ভিদ সংগনিরোধ উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর কর্মকর্তাদের সাথে বিএসএ'র প্রতিনিধিবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ রুহুল আমিন তালুকদার, অতিরিক্ত সচিব, পিপিসি , কৃষি মন্ত্রণালয় এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. সৈয়দ মোঃ রফিকুল আমিন, পরিচালক, উদ্ভিদ সংগনিরোধ উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সভায় সভাপতিত্ব করেন জনাব এম আনিস উদ্ দৌলা, সভাপতি, বাংলাদেশ সীড এসোসিয়েশন।
গত ২৮/১১/২০২২ তারিখে বিএসএ এবং এসসিএ যৌথ আয়োজনে সীড টেস্টিং এন্ড এসুরেন্স রোল অফ ISTA অনুষ্ঠিত হয়
গত ২৮/১১/২০২২ তারিখে বিএসএ এবং এসসিএ যৌথ আয়োজনে সীড টেস্টিং এন্ড এসুরেন্স রোল অফ ISTA অনুষ্ঠিত হয় । সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. কেশাভুলু কুনুসথ, প্রেসিডেন্ট, ISTA এবং ড. আঁদ্রে ওয়াইজ, সেক্রেটারি জেনারেল, ISTA; প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সায়েদুল ইসলাম, সচিব, কৃষি মন্ত্রণালয়; বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, নির্বাহী চেয়ারম্যান, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল; জনাব আব্দুল্লাহ সাজ্জাদ এনডিসি, অতিরিক্ত সচিব ও মহাপরিচালক (বীজ), বীজ অনুবিভাগ, কৃষি মন্ত্রণালয় এবং মোঃ আমিনুল ইসলাম, পরিচালক, এসসিএ; উক্ত সেমিনারে সভাপিত্ব করেন কে এস এম মোস্তাফিজুর রহমান, নির্বাহী সদস্য, বাংলাদেশ সীড এসোসিয়েশন এবং সেমিনারে উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দ । (প্রশিক্ষণ), বিএসএ।
বিএসএ সেক্রেটারিয়েট অফিসে CIMMYT-এর উদ্যোগে নেপালের প্রতিনিধি দল এর সাথে বাংলাদেশ সীড এসোসিয়েশন (বিএসএ)-এর কর্মকর্তাগণের মধ্যে একটি আলোচনা সভা
গত ১৬ নভেম্বর ২০২২ তারিখে বিএসএ সেক্রেটারিয়েট অফিসে CIMMYT-এর উদ্যোগে নেপালের প্রতিনিধি দল এর সাথে বাংলাদেশ সীড এসোসিয়েশন (বিএসএ)-এর কর্মকর্তাগণের মধ্যে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিএসএ-এর সদস্যদের মধ্যে হাইব্রিড ধান বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিগণসহ বিএসএ-এর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উক্ত সভায় বাংলাদেশের হাইব্রিড ধান বীজ এর ব্যবস্থা যেমন উৎপাদন, বিপণন, আমদানি, রপ্তানি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়। উক্ত সভার সভাপতিত্ব করেন জনাব কে এস এম মোস্তাফিজুর রহমান, কার্যনির্বাহী কমিটির সদস্য এবং ব্যবস্থাপনা পরিচালক, ন্যাশনাল এগ্রিকেয়ার।
গত ২০/১০/২০২২ তারিখে বীজ প্রত্যয়ন এজেন্সির প্রধান কার্যালয়, আঞ্চলিক ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের ২য় ব্যাচের সাথে কর্মশালা ও মতবিনিময় সভা।
গত ২০/১০/২০২২ তারিখে বাংলাদেশ সীড এসোসিয়শন কর্তৃক আয়োজিত “বীজ প্রত্যয়ন এজেন্সির প্রধান কার্যালয়, আঞ্চলিক ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের ২য় ব্যাচের সাথে কর্মশালা ও মতবিনিময় সভা” সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল এর নির্বাহী চেয়ারম্যান ডক্টর শেখ মোঃ বখতিয়ার; বিশেষ অতিথি বিএসএ'র উপদেষ্টা ও সাবেক কৃষি সচিব জনাব আনোয়ার ফারুক; বীজ প্রত্যয়ন এজেন্সির পরিচালক, মোঃ আমিনুল ইসলাম প্রমুখ । সভাপতিত্ব করেন বিএসএ'র সভাপতি জনাব এম আনিস উদ দৌলা । অনুষ্ঠান পরিচালনা ও সমগ্র কর্মশালা সঞ্চালন করেন জনাব আহমেদ আলী চৌধুরী ইকবাল, পরিচালক (প্রশিক্ষণ), বিএসএ।
গত ০১/১০/২০২২ তারিখে উপদেষ্টা কমিটি ও নির্বাহী কমিটির বর্ধিত যৌথ সভা
গত ০১/১০/২০২২ তারিখে বাংলাদেশ সীড এসোসিয়শন উপদেষ্টা মন্ডলির সম্মানিত সদস্য ও নির্বাহী কমিটির সদস্যদের নিয়ে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়ে এসেসিয়েশনের সেক্রেটারিয়েট কার্যালয় । সকাল ১০:৩০ ঘটিকায় অনুষ্ঠিত সভার শুরুতে উদ্বোধনী বক্তব্য রাখেন জনাব এম আনিস উদ্ দৌলা সভাপতি বাংলাদেশ সীড এসোসিয়েশন । এসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি ড. মোঃ আলী আফজাল বিএসএ’র অতীত, বর্তমান ও ভাবিষ্যৎ পরিকল্পনার উপর একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন । বিএসএ‘র সাধারণ সম্পাদক জনাব এ.এইচ.এম হুমায়ুন কবীর বাংলাদেশ সীড কংগ্রেস-২০২৩, বিএসএ’র নামে জমি বা ফ্ল্যাট ক্রয় এবং বিএসএ সম্মাননা পুরষ্কার প্রবর্তন এর উপর আলোচনা উপস্থাপন করেন ।
গত ২৪/০৯/২২ তারিখে দিনব্যাপি বীজ ডিলার প্রশিক্ষণ (ব্যাচ-২) আয়োজন করা হয় বিএসএ-এর সেক্রেটারিয়েট অফিসে
গত ২৪/০৯/২০২২ তারিখে বাংলাদেশ সীড এসোসিয়শন বীজ ডিলারদের জন্যে আয়োজন করে দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা । উক্ত কর্মশালা উব্দোধন করেন জনাব আনোয়ার ফারুক সাবেক কৃষি সচিব ও বিএসএ-এর উপদেষ্টা । সনদপত্র বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদ বিতরণ করেন জনাব মোঃ বেনজীর আলম, মহাপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর; বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এ.এইচ.এম. হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক, বাংলাদেশ সীড এসোসিয়েশন; সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব কে এস এম মোস্তাফিজুর রহমান, ব্যাবস্থাপনা পরিচালক, ন্যাশনাল এগ্রিকেয়ার এবং নির্বাহী সদস্য, বাংলাদেশ সীড এসোসিয়েশন এবং উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব এম আনিস উদ্ দৌলা, সভাপতি, বাংলাদেশ সীড এসোসিয়েশন ।
আজ 19/9/2022 তারিখে বীজ নীতি সহায়তা ও মানব সম্পদ উন্নয়ন সম্পর্কিত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত অনুষ্ঠান
আজ 19/9/2022 তারিখে বিএসএ ও ফিড দা ফিউচার বাংলাদেশ পলিসি লিংক এগ্রিকালচারাল পলিসি এক্টিভিটি এ মধ্যে বীজ নীতি সহায়তা ও মানব সম্পদ উন্নয়ন সম্পর্কিত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় । সমঝোতা স্মারক সাক্ষর অনুষ্ঠানে বিএসএ’র পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি এম আনিস উদ্ দৌলা, সাধারণ সম্পাদক এ. এইচ. এম. হুমায়ুন কবীর, উপদেষ্টা জনাব আনোয়ার ফারুক, প্রচার সম্পাদক মোঃ আজিজুল হক প্রমূখ এবং পলিসি লিংক এগ্রিকালচারাল পলিসি এক্টিভিটি এর চীফ অব পার্টি ফাহিম খান, ডিরেক্টর ফিন্যন্স ও অপারেশন সেলিম রেজা, কোলাবরেটিং এন্ড লার্নিং ডিরেক্টর সাইকাহ কবীর, সিনিয়র ম্যানেজার মোঃ হাশেম আলী আকাশ ও খালেদা খনম প্রমূখ ।
গত ১৪/০৯/২০২২ তারিখে বীজ উৎপাদন, জাতমূল্যায়ন, ছাড়করণ, বাজারজাতকরণের সমস্যা ও সম্ভাবনা বিষয়ক কর্মশালা
গত ১৪/০৯/২০২২ তারিখে বীজ প্রত্যয়ন এজেন্সীর জেলা, আঞ্চলিক ও প্রধান কার্যালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে বাংলাদেশ সীড এসোসিয়শন কর্তৃক আয়োজিত বীজ উৎপাদন, জাতমূল্যায়ন, ছাড়করণ, বাজারজাতকরণের সমস্যা ও সম্ভাবনা বিষয়ক কর্মশালা উদ্বোধন করেন জনাব আনোয়ার ফারুক উপদেষ্টা, বাংলাদেশ সীড এসোসিয়েশন । উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আমিনুল ইসলাম, পরিচলক, বীজ প্রত্যয়ন এজেন্সী, গাজীপুর । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এ.এইচ.এম. হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক, বাংলাদেশ সীড এসোসিয়েশন । বাংলাদেশ সীড এসোসিয়েশন এর সভাপতি জনাব এম আনিস উদ্ দৌলা, সমাপনি বক্তব্য রাখেন ।
গত ২৭/০৮/২০২২ তারিখে দিনব্যাপি বীজ ডিলার প্রশিক্ষণ আয়োজন করা হয় বিএসএ-এর সেক্রেটারিয়েট অফিসে
গত ২৭/০৮/২০২২ তারিখে বাংলাদেশ সীড এসোসিয়শন ২৯টি জেলার বীজ ডিলারদের জন্যে আয়োজন করে দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা । উক্ত কর্মশালা উব্দোধন করেন জনাব আনোয়ার ফারুক সাবেক কৃষি সচিব ও বিএসএ-এর উপদেষ্টা । সনদপত্র বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষিবিদ শরীফ মোঃ তসলিম রেজা, ব্যবস্থাপনা পরিচালক, কৃষিবিদ সীড লিমিটেড । জনাব আব্দুল্লাহ সাজ্জাদ এনডিসি, অতিরিক্ত সচিব ও মহাপরিচালক, বীজ অনুবিভাগ, কৃষি মন্ত্রণালয়, প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন এবং দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন । জনাব এ.এইচ.এম. হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক, বাংলাদেশ সীড এসোসিয়েশন সমাপনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ।
গত ২৪/০৭/২০২২ তারিখে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বীজ বিতরণ অনুষ্ঠান
গত ২৪/০৭/২০২২ তারিখে বাংলাদেশ সীড এসোসিয়শন কর্তৃক আয়োজিত বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বীজ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃ বেনজীর আলম, মহাপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর; জনাব আব্দুল্লাহ সাজ্জাদ এনডিসি, অতিরিক্ত সচিব ও মহাপরিচালক, বীজ অনুবিভাগ, কৃষি মন্ত্রণালয়; ড. শেখ মোহাম্মদ বখতিয়ার, নির্বাহী চেয়ারম্যান, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল; জনাব মোঃ সায়েদুল ইসলাম, সচিব, কৃষি মন্ত্রণালয় । প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বীজ বিতরণ করেন ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক, এমপি, মাননীয় মন্ত্রী, কৃষি মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ।