--> -->
blog img

Organic Fruits and Vegetables

  • November 5, 2021
  • By Mahbubur Rahman

বাংলাদেশ সীড এসোসিয়েশন এর উদ্যোগে ১৯ জুলাই/২০২২ সিরাজগঞ্জে কৃষি পূনর্বাসন সহায়তার আওতায় হাইব্রিড জাতের বীজ বিতরণ বাংলাদেশ সীড এসোসিয়েশনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য কৃষি পূনর্বাসন সহায়তা প্রদান অনুষ্ঠান গতকাল মঙ্গলবার সকালে সিরাজগঞ্জ সদর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর-এর ব্যবস্থাপনায় বায়ার ক্রপ সায়েন্স লি: ও সুপ্রীম সীড কো: এতে সহায়তা করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক বাবলু কুমার সূত্রধর-এর সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন উপজেলা কৃষি অফিসার মো. রোস্তম আলী। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মাশুকাতে রাব্বি, অতিরিক্ত কৃষি অফিসার শর্মিষ্ঠা সেন গুপ্তা, কৃষি সম্প্রসারণ অফিসার সাব্বির আহমেদ সিফাত, সীড এসোসিয়েশনের পক্ষে মামুনুল ইসলাম পাপ্পু উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন কৃষি সম্প্রসারণ অফিসার মিশু আক্তার। তিনশ’ কৃষকের প্রত্যেককে রোপা আমন ধানের ২ কেজি বায়ারের এজেড-৭০০৬ জাতের বীজ দেয়া হয়। নাবী জাত হিসেবে এসব বীজ রোপণ করা যায়।

Looks good!
Please Enter Email

Recent Posts

Archives