--> -->

Membership

BSA strives to help its members to promote, develop, research, and market quality seeds within the region and globally.

We represent the largest network of companies, associations and government bodies relating to seeds in the Asia Pacific region and we operate as a platform for sharing ideas and knowledge for better understanding, collaboration and business growth.

Join BSA
event img

Upcoming Events

Days

Hr

Mi

Sec

Time is ended

বিএসএ-এর বার্ষিক বনভোজন ২০২৪

তারিখ: ১০ ফেব্রুয়ারি, ২০২৪

স্থান: শরীফ ফুড কোর্ট এন্ড ড্রিম পার্ক কোনাখোলা, কেরানীগঞ্জ, ঢাকা


বিস্তারিত

about img

About BSA

Bangladesh Seed Association (BSA) came into being with a vision to serve the nation by ensuring farmers reach to quality seeds through its members. Bangladesh Seed Growers, Dealers and Merchants Association (BSGDMA) registered with Registrar of Joint Stock Companies in 1999 and in 2011 transformed into BSA accredited by MoC and FBCCI. Following this renaming, Seed Wing of Ministry of Agriculture(MoA) has made a circular notifying all concerned with seed business that from now BSA will be the only association for private seed sector business recognized by MoA. Subsequently BSA called a meeting of all similar association and urged all to dissolve their respective organization and join BSA as new members.

Read More

News & Events

‘‘Strengthening the Seed Sector of Bangladesh” শীর্ষক একটি কর্মশালা ।

গত ১০ নভেম্বর ২০২৪ তারিখ রোজ: রবিবার সকাল: ৯:০০ ঘটিকা হতে দুপুর ২:০০ ঘটিকা পর্যন্ত বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (BARC) এর অডিটোরিয়ামে কৃষি মন্ত্রণালয় ও বাংলাদেশ সীড এসোসিয়েশন-এর যৌথ উদ্যোগে এবং Embassy of the Kingdom of the Netherlands in Bangladesh এর অর্থায়নে ‘‘Strengthening the Seed Sector of Bangladesh” শীর্ষক একটি ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। উক্ত ওয়ার্কশপে বীজ আলু, সবজি এবং ফুল চাষে বীজের চাহিদা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। উক্ত আলোচনায় উৎপাদন সংক্রান্ত সমস্যার পাশাপাশি নীতি বিষয়ক সমস্যাগুলো নিয়ে আলোকপাত করে। তাছাড়া বাংলাদেশে নেদারল্যন্ডের বীজ কোম্পানীগুলো বিনিয়োগে (সীড এনএল) আগ্রহ প্রকাশ করে। এই ওয়ার্কশপটির মাধ্যমে বাংলাদেশের সাথে নেদারল্যান্ড এর বীজ ব্যবসা জোরদারের সুযোগগুলো সম্পর্কে বাংলাদেশের ব্যবসায়ীরা অবহিত হয়েছেন। কর্মশালা শেষে প্রতিনিধি দলের সাথে বিএসএর সেক্রেটারিয়েট অফিসে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান, সচিব, কৃষি মন্ত্রণালয়; সভাপতিত্ব করেন জনাব মো: আবু জুবাইর হোসেন বাবলু, মহাপরিচালক, বীজ অনুবিভাগ, কৃষি মন্ত্রণালয়; সম্মানিত অতিথি: মহামান্য জনাব আন্দ্রে কারস্টেন্স, অ্যাম্বাসেডর অফ দি কিংডম অব দি নেদারল্যান্ডস, বাংলাদেশ; বিশেষ অতিথি: ড. নাজমুন নাহার করিম, নির্বাহী চেয়ারম্যান, বিএআরসি; বিশেষ অতিথি: জনাব এম আনিস উদ্ দৌলা, সভাপতি, বিএসএ এবং ড. মোঃ আলী আফজাল, সাধারণ সম্পাদক, বিএসএ-সহ অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয় এর অধিনস্ত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বেসরকারি বীজ সেক্টরের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

পরবর্তীতে ২২ ডিসেম্বর, ২০২৪ তারিখে সরকারি ও বেসরকারি বীজ প্রতিষ্ঠানসমূহের সাথে বীজ সেক্টরের Challenges এবং Opportunities নিয়ে বিএআরসি ও কৃষি মন্ত্রণালয় একটি কর্মশালা আয়োজন করে। যেখানে বিএসএ-এর ৫০ জন এবং সরকারি প্রতিষ্ঠান থেকে ৫০ জন প্রতিনিধি অংশ গ্রহণ করে।

বাংলাদেশ সীড এসোসিয়েশন (বিএসএ) ও ইউএসএআইডি ফিড দ্যা ফিউচার বাংলাদেশ পলিসি লিংক এগ্রিকালচারাল পলিসি এক্টিভিটি’র যৌথ উদ্যোগে জাতীয় বীজ নীতির সংবেদনশীলতা বিষয়ক টিওটি কর্মশালা।

বাংলাদেশ সীড এসোসিয়েশন এবং ইউএসএআইডি ফিড দ্য ফিউচার পলিসি লিংকের যৌথ উদ্যোগে ২০টি জেলায় অনুষ্ঠিতব্য কর্মশালার জন্য গত ০৮ মে ২০২৪ তারিখে হোটেল বেঙ্গল ব্লুবেরি, গুলশান-২, ঢাকায় বীজ নীতির সংবেদনশীলতা বিষয়ক “টিওটি” কর্মশালা অনুষ্ঠিত হয়। কৃষি খাতের ঊর্ধ্বতন পর্যায়ের কর্মকর্তারা-এমওএ, ডিএই, এসসিএ, বিএডিসি এবং বেসরকারি খাতের বীজ কোম্পানীর কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসএ-এর সভাপতি জনাব এম আনিস উদ্ দৌলা। স্বাগত বক্তব্য রাখেন বিএসএ-এর কার্যনির্বাহী কমিটির সদস্য ড. মোঃ আলী আফজাল; প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএডিসি’র চেয়ারম্যান জনাব আব্দুল্লাহ সাজ্জাদ এনডিসি। তাছাড়াও জনাব আবু জুবাইর হোসেন বাবলু, মহাপরিচালক, বীজ অনুবিভাগ, এমওএ; মোঃ তাজুল ইসলাম পাটোয়ারী, পরিচালক, সরেজমিন উইং, ডিএই; কৃষিবিদ আহমেদ শাফী, পরিচালক, এসসিএ এবং জনাব ফাহিম খান, কান্ট্রি লিড, পলিসি লিংক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

MoU Signing between BSA-APSA & BAU

ফেব্রুয়ারি ৭, ২০২৪ তারিখে বাংলাদেশ সীড এসোসিয়েশন (BSA)- এশিয়া এন্ড প্যাসিফিক সীড এ্যলাইন্স লিঃ (APSA) এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (BAU) এর মধ্যে ইউনিভার্সিটি কানেক্ট প্রোগ্রামের আওতায় একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। উক্ত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানটি অনলাইন জুম এর মাধ্যমে অনুষ্ঠিত হয়। সমঝোতা স্মারকের আওতায় উচ্চশিক্ষার মাধ্যমে মানব সম্পদ উন্নয়ন, ইন্টার্নশিপ, বীজ বিষয়ক উচ্চ শিক্ষার জন্য বৃত্তি প্রদান, যৌথ অংশীদারিত্বের মাধ্যমে উচ্চ শিক্ষা ও বীজ শিল্পের মধ্যে ঘণিষ্ট সম্পর্ক স্থাপন, কনসালটেন্সি সেবা প্রদানের মাধ্যমে শিক্ষা গবেষণা ও প্রশিক্ষনের মাধ্যমে শক্তিশালী করা, ওয়ার্কশপ সেমিনারের আয়োজন করা ও তথ্য আদান-প্রদান ইত্যাদি উল্লেখ যোগ্য। এই সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে এ সব কার্যক্রমের মাধ্যমে বিজ্ঞান ভিত্তিক বীজ শিল্প গড়ে তোলা সম্ভব। উক্ত সমঝোতা স্মারক অনুষ্ঠানে বিএসএ-এর সভাপতি বলেন যে, আমরা জাতীয়, আঞ্চলিক এবং বৈশ্বিক #foodsecurity চ্যালেঞ্জ চাপের মুখে আঞ্চলিক বীজ নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের সকল অংশীদারদের সাথে একসাথে কাজ করার জন্য উন্মুখ।.

নেপাল সংসদ সদস্য এবং বিএসএ-এর কর্মকর্তাগণের সাথে একটি মতবিনিময় সভা

অক্টোবর ৪, ২০২৩ তারিখে বিএসএ এবং নেপাল এর ৯ জন সম্মানিত সংসদ সদস্য এবং বিএসএ-এর কর্মকর্তাগণের সাথে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশের কৃষি গবেষণা ও উন্নয়ন, বিশেষ করে ধান উৎপাদনে বাংলাদেশের সাফল্য সম্পর্কে জানার উদ্দেশ্যে এ ভ্রমণ করেন। সভায় বিএসএ পরিচিতি এবং বাংলাদেশের বীজ শিল্পের উন্নয়ন বিষয়ে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন বিএসএ-এর নির্বাহী পরিচালক ড. মো: আবদুর রাজ্জাক। সংসদ সদস্যবৃন্দ বাংলাদেশের ধান উৎপাদনে কিভাবে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে তা জানতে চান। আলোচনা কালে বিএসএ-এর সদস্যবৃন্দ অবহিত করেন যে, ধান গবেষণায় গুরুত্ব এবং ধান বীজ উৎপাদন ও কৃষক পর্যায়ে তা বিপণন ও বিতরণের মাধ্যমে সাফস্য অর্জন করা সম্ভব হয়েছে। সরকারের উদার কৃষি নীতি, বীজ আইন, বীজ বিধিমালা, কৃষি যান্ত্রিকীকরণ, সরকারি-বেসরকারি অংশীদারিত্ব, কৃষি গবেষণা ও উন্নয়নে বেসরকারি খাতের বিনিয়োগ ইত্যাদি সহায়ক হয়েছে। ..

MoU Signing between BSA-APSA & SAU

সেপ্টেম্ব ২১, ২০২৩ তারিখে বাংলাদেশ সীড এসোসিয়েশন (BSA)- এশিয়া এন্ড প্যাসিফিক সীড এ্যলাইন্স (APSA) এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (SAU) এর মধ্যে ইউনিভার্সিটি কানেক্ট প্রোগ্রামের আওতায় একটি সমঝোতা স্মাক্ষার স্বাক্ষরিত হয়েছে। উক্ত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানটি গত ২১ সেপ্টেম্ব ২০২৩ তারিখে অনলাইন জুম এর মাধ্যমে অনুষ্ঠিত হয়। সমঝোতা স্মারকের আওতায় উচ্চশিক্ষার মাধ্যমে মানব সম্পদ উন্নয়ন, ইন্টার্নশিপ, বীজ বিষয়ক উচ্চ শিক্ষার জন্য বৃত্তি প্রদান, যৌথ অংশীদারিত্বের মাধ্যমে উচ্চ শিক্ষা ও বীজ শিল্পের মধ্যে ঘণিষ্ট সম্পর্ক স্থাপন, কনসালটেন্সি সেবা প্রদানের মাধ্যমে শিক্ষা গবেষণা ও প্রশিক্ষনের মাধ্যমে শক্তিশালী করা, ওয়ার্কশপ সেমিনারের আয়োজন করা ও তথ্য আদান-প্রদান ইত্যাদি উল্লেখ যোগ্য। এ সব কার্যক্রমের মাধ্যমে বিজ্ঞান ভিত্তিক বীজ শিল্প গড়ে তোলা সম্ভব। বিএসএ-এর সভাপতি বক্তব্যে বলেন বাংলাদেশ সীড এসোসিয়েশন এই সমঝোতা স্মারকের অংশ হতে পেরে গর্বিত, এবং এটি বীজ শিল্পের সুষম উন্নয়ন আনবে এবং আমাদের পরিবর্তনকারী বীজ ডিলার, ব্যবসায়ী এবং কৃষি-উদ্যোক্তাদের সাথে কৃষকদের ভাল মানের বীজ সরবরাহ করবে।

গত ১০-১২ অক্টোবর ২০২৩ তারিখে Basic Course on Seed Quality Assurance শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

International Seed Testing Association এর ৩ জন Trainer 1. Mr. Joel Lechappe 2. Mr. Craig Robert McGill 3. Dr.Florina Palada এর পরিচালনায় বাংলাদেশ সীড এসোসিয়েশন এর উদ্যোগে বাংলাদেশে এই প্রথম ISTA Basic Course on Seed Quality Assurance শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের সমাপনী ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে বাংলাদেশ সীড এসোসিয়েশন এর সভাপতি জনাব এম আনিস উদ্ দৌলার সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, সদস্য পরিচালক(বীজ ও উদ্যান), বিএডিসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ আলী আফজাল, সিনিয়র সহসভাপতি, বিএসএ। বক্তব্য রাখেন ড. মোঃ আবদুর রাজ্জাক, নির্বাহী পরিচালক, বিএসএ। ..